সুলতান আহমেদ সোনা।– রংপুরের পীরগঞ্জে এক স্বামীকে নিয়ে দুই স্ত্রীর লড়াই চলছে, বিষয়টি দেখা দরকার।
জানা গেছে,পীরগঞ্জ উপজেলার ৮নং রায়পুর ইউনিয়নের কানঞ্চগাড়ী গ্রামের আব্দুল হালিম এর একমাত্র পুত্র মিলুফুর রহমান (৩১), বিগত ২০১৬ সালের ৫ মে তারিখে পীরগঞ্জ পৌর সভার ওসমানপুর গ্রামের মৃত শাহাজান মিয়ার কন্যা (ছদ্ম নাম) শবনম খাতুনকে ইসলামী সরা অনুয়ায়ী বিয়ে করেন কিন্তু তারদের সংসার সুখের হয়নি! তাদের মধ্যে বনিবনা না হওয়ায় শবনম খাতুন ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন এর ৭(১) ধারা মতে গত ২৫/০২/২৪ খ্রি: তারিখে তালাকের তফইউজ নিয়া বিবাহ বন্ধন ছিন্ন করেন।( কপি রয়েছে)
এরপর উক্ত মিলুফুর রহমানের সাথে পরিচয় ঘটে, পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নাধীন ঘাসিপুর গ্রামের মোঃ শফিকুল ইসলামের কন্যা সাদিয়া খাতুনের সাথে। শুধু পরিচয় নয়, তারা এক সময় প্রণয় সুত্রে নীবিড় সম্পর্কে জড়িয়ে পড়েন । এখানেই গল্প শেষ নয়, তারা গত ১৮/০২/২৪ খ্রি: তারিখে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং সাদিয়া খাতুন স্বামীর কর্মস্থল গাজীপুর পিয়ারা বাগান এলাকায় বাসা ভাড়া নিয়ে ঘর সংসার করতে থাকেন।
এমতাবস্থায় মিলুফুরের প্রথম স্ত্রী শবনম খাতুন বিবাহ বন্ধন ছিন্ন করার পরেও গত ৮ ফেব্রুয়ারী/২৫ খ্রি: তারিখে কৌশলে লোকজনসহ তার সাবেক স্বামীকে ধরে এনে পীরগঞ্জ পৌর এলাকার ওসমানপুরে বাবার বাড়িতে আটকিয়ে রেখেছেন বলে অভিযোগ করেছেন সাদিয়া খাতুন। এই ঘটনার পর মিলুফুরের দ্বিতীয় স্ত্রী সাদিয়া খাতুন, স্বামীকে হারিয়ে গাজীপুরের বাসন থানায় দ্বারস্ত হয়ে স্বামীকে অপহরণের অভিযোগ দায়ের করেছেন শবনম খাতুনসহ বেশ কয়েক জনের বিরুদ্ধে। যে কোন মুল্যে স্বামীকে ফিরে পেতে চান সাদিয়া।
এক স্বামীকে নিয়ে দুই স্ত্রীর লড়াই বিষয়টি পীরগঞ্জ উপজেলায় মুখরোচক আলোচনায় পরিণত হয়েছে।
Leave a Reply