তৌহিদ মারজু।– পীরগঞ্জ উপজেলা থেকে প্রকাশিত বজ্রকথা সংবাদপত্রের উদ্যোগে, এফসাকল এর ব্যবস্থাপনায়, ২০২৪ সালে দক্ষিণ এশিয়ার সাহিত্য – সংষ্কৃতি বিষয়ক সন্মেলন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন নিয়ে প্রস্তুতি মূলক সভা অুনষ্ঠিত হয়েছে।
৭ নভেম্বর/২৩খিঃ মঙ্গলবার দুপুরে উপজেলার ২নং ভেন্ডাবাড়ী ইউনিয়নের ঝিলমিল পার্ক এর সভাকক্ষে বজ্রকথার উপদেষ্টা ও চেতনার পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও এফসাকল এর আহবায়ক এ কেএম আমিনুর রহমানের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।প্রস্তুতি মূলক সভায় প্রধান অতিথি ছিলেন বজ্রকথা সংবাদপত্রের উপদেষ্টা সভাপতি আব্দুল জব্বার সিরাজ, বিশেষ অতিথি ছিলেন ভেন্ডাবাড়ী মহিলা কলেজের অধ্যক্ষ নুরন্নবী মিয়া রাজু।
সভায় আসন্ন কবি সমাবেশ, সম্প্রীতির উঠোন সভা ও গুণীজন সংবর্ধনার বিষয়ে দীর্ঘ আলোচনা করা হয়। এতে বক্তব্য রাখেন বজ্রকথা সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশক এবং দক্ষিন এশিয়া সাহিত্য সংষ্কৃতি বিষয়ক সংগঠন এফসাকল এর জেনারেল সেক্রেটারী সুলতান আহমেদ সোনা,এফসাকলের প্রাক্তন সহসেক্রেটারী বাশিস এর সাধারণ সম্পাদক আবু আজাদ বাবলু, বজ্রকথার উপদেষ্টা বালুয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছাদেকুল ইসলাম, বজ্রকথার উপদেষ্টা ভীম শহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসদুল্লাহেল গালেব, পীরেরহাট রহমানীয়া মাদ্রসার অধ্যক্ষ মোঃ দেলওয়ার হোসেন, ভেন্ডাবাড়ী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সহিদুল ইসলাম, বজ্রকথার উপদেষ্টা মোঃ আফছার আলী, এফসাকল নারী ফেরামের সাধারন সম্পাদক রনী রাণী মহন্ত, এফসাকল সম্প্রীতির উঠোন কমিটির সভাপতি বাবু তরণী কান্ত মন্ডল, সাধারণ সম্পাদক বাবু বিনয় চন্দ্র মাস্টার, শিক্ষক ও কবি মোঃ আব্দুল মোতাল্লেব, সেরাজুল ইসলাম প্রমুখ।
সভায় স্থানীয় এফসাকল এর সদস্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক , গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় ৩১ সদস্য বিশিষ্ঠ গুণীজন সংবর্ধনা প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। সভাশেষে ঝিলমিল রেষ্টুরেন্টের জনপ্রিয় খাবার, হাঁসের ঝাল মাংস, চিকন চাউলের গরম ভাত দিয়ে সকলকে আপ্যায়ন করানো হয়।
Leave a Reply