পীরগঞ্জ রংপুর প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হয়েছে। শনিবার চৈত্রকোল খালিশা মিশন ব্যাপ্টিস্ট চার্চে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেনÑ পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানু, চৈত্রকোল ইউপি চেয়ারম্যান- আরিফুজ্জামান শাহ্, খালিশা মিশন ব্যাপ্টিস্ট চার্চ এর ইনচার্জ- ফাদার আনসেলমো মার্ডী, খ্রিষ্টান এসোসিয়েশনের পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি- লিটন লাকড়া প্রমুখ। উল্লেখ্য পীরগঞ্জে ৪১টি ব্যাপ্টিস্ট চার্চ নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে বড়দিন উদযাপিত হয়েছে।
Leave a Reply