রাভী আহমেদ ।- রংপুর জেলার পীরগঞ্জে গো-খাদ্যের সংকট দেখা দিয়েছে। দেশে পর পর বন্যায় কাঁচা ঘাস মরে যাওয়ায় এবং দানাদার খাদ্যের মুল্য বৃদ্ধি পাওয়ায় খামারীরা খামার রক্ষায় হিমসিম খাচ্ছে। বর্তমানে শুকনো খড়, পোয়াল এর দামও বৃদ্ধি পেয়েছে। এবার ৮টাকা কেজি দরে পীরগঞ্জে শুকনো পোয়াল বিক্রী হয়েছে। অবশ্য গ্রামগঞ্জে ধান কাটা শুরু হওয়ায়, হাট বাজারে কাঁচা খড়ের যোগান কিছুটা বৃদ্ধি পেলেও দাম চড়া। খালাশপীর হাটে গিয়ে দেখা গেছে সেখানে পাঁচ আঁটি খর বিক্রী হচ্ছে ৭০ টাকায়। পীরগঞ্জ উপজেলা সদরের অবস্থাও একই। অভিযোগ উঠেছে পীরগঞ্জে গো-খাদ্যের মুল্য বৃদ্ধি পেলেও ব্যবস্থা নেয়া হয়নি, কোন সহায়তা করেনি উপজেলা প্রাণী সম্পদ বিভাগ।
উল্লেখ্য, বর্তমানে এক হাজার আটি খড় বিক্রি হচ্ছে ১২,০০০/- টাকায়।
Leave a Reply