বজ্রকথা প্রতিনিধি সোহেল রশিদ ।- রংপুরের পীরগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে, উপজেলা বিএনপির আহবায়ক মাহমুদুন্নবী চৌধুরী পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহবায়ক মোঃ সাইফুল ইসলাম।
এদিন আরো বক্তব্য রাখেন, মিঠাপুকুর উপজেলা বিএনপির আহবায়ক সহঃ অধ্যাপক গোলাম রব্বানী, ও সদস্য সচিব মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার, পীরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ জাকির হোসেন, যুগ্ম আহবায়ক মোস্তাফিজার রহমান, পৌর বিএনপির আহবায়ক সাইফুল আজাদ, সদস্য সচিব এইচআর ইয়াতিমুল হাসান লিটন. উপজেলা সদরের আহবায়ক আনিছার রহমান, ছাত্রদলের আহবায়ক মোস্তাফিজার রহমান মিলু সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ৭ই নভেম্বর তৎকালীন সিপাহী জনতার বিপ্লবের সেদিনের কথা স্মরণ করে বক্তব্য রাখেন। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে আলোচনা সভাটি জনসমুদ্রে পরিনত হয়। পরে একটি বিশাল র্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে ওভার পাচের নিচে সভাপতির বক্তব্যের পর সভার সমাপ্তি হয়।
Leave a Reply