রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৯:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

পীরগঞ্জে জাতীয় পার্টি গণতন্ত্র রক্ষা দিবস পালন করেছে

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ২৫৬ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- ১০ নভেম্বর মঙ্গলবার পীরগঞ্জে জাতীয় পার্টি গণতন্ত্র রক্ষা দিবস পালন করেছে। এ উপলক্ষে এদিন বাদ মাগরিব উপজেলার খালাশপীর বন্দরে এক আলোচনা সভা জাপা নেতা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জাপা আহবায়ক কমিটির সদস্য সচিব বিশিষ্ট সমাজ সেবক নুর আলম যাদু, জাপা নেতা সুলতান আহমেদ সোনা, জাপা নেতা আলহাজ্ব নোমান ইকবাল খসরু, জাপা নেতা জায়দুল ইসলাম, ইউনিয়ন জাপার নেতা মোঃ মাওলা প্রমুখ। বক্তগণ বলেন, ৭৫ পরবর্তি সময়ে দেশের দুর্দিনে মহাসংকট কালে স্বাধীন বাংলাদেশের হাল ধরেছিলেন ৬৮ গ্রাম বাংলার জনপ্রিয় নেতা পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ। বক্তগন বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির পিতাকে হত্যা করে খুনি মোস্তাক ও জিয়াউর রহমান গণতন্ত্র হরণ করে স্বৈরতন্ত্র কায়েম করেছিল; ঠিক সেই সময়, সাবেক প্রেসিডেন্ট আব্দুস ছাত্তার হুসেইন মোহাম্মদ এরশাদের হাতে ক্ষমতা তুলে দেয়ার পর পল্লীবন্ধু এরশাদ গণতন্ত্রে প্রাণ সঞ্চার করেন এবং বহুদলীয় গণতান্ত্রিক বিধি ব্যবস্থার মাধমে সকল দলের রাজনীতি করার সুযোগ করে দেন। বক্তগণ আরো বলেন,সেদিন যদি এরশাদ ক্ষমতা গ্রহন না করতেন, তা হলে রাংলাদেশের ইতিহাস হয়তো অন্যভাবে লেখা হতো। বক্তগণ বলেন, জাতীয় পার্টি গণতন্ত্র রক্ষায় সব সময় মাঠে ছিল মাঠে থাকবে, সাধারণ মানুষের পাশে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com