বজ্রকথা প্রতিবেদক।- ১ এপ্রিল/২১ খ্রি: বৃহস্পতিবার পীরগঞ্জে টিসিবির পণ্য সরবরাহ করা হয়েছে। বিকেল ৩ ঘটিকার সময় টিসিবি’র ডিলার সাখাওয়াত হোসেন মন্ডল সেন্টু পাঁচ পদের পণ্য সরবরাহ করেন। এদিন ২ কেজি সয়াবীন তেল,২ কেজি মশুর ডাল, ২ কেজি ছোলা, ২ কেজি পিয়াজ, ২ কেজি চিনি মোট ৫শত ৯০ টাকায় বিক্রী করা হয়। সেন্টু বজ্রকথাকে জানিয়েছেন, এবারে ৬০০ জনের জন্য বরাদ্দ পাওয়া গেছে।
Leave a Reply