বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০২:২৯ অপরাহ্ন

পীরগঞ্জে ঠিকমত বিদ্যুৎ সেবা পাচ্ছে গ্রাহকরা

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ২৯৩ বার পঠিত

রাভী আহমেদ।- পীরগঞ্জে ইদানিং নিরবিচ্ছিন্ন ভাবে বিদ্যুৎ মিলছেনা। ফলে নানা রকম দূর্ভোগ পোহাতে হচ্ছে গ্রাহকদের। দিনের বেলা এখানে যখন তখন বিদ্যুৎ চলে যাচ্ছে,আবার আসছে। এ যেন বিদ্যুতের আসা যাওয়ার খেলা । কখনো কখনো কোন রকম ঘোষণা না দিয়েই দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিদুৎ নির্ভর ব্যবসায়ীরা। বিদ্যুৎ না থাকার কারনে অফিসের কাজ কর্মেও ব্যাঘাত ঘটছে। পীরগঞ্জ উপজেলার ব্যবসায়ীরা জানিয়েছেন,দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার কারনে বন্ধ থাকছে এখানকার লেদ মেশিন, ওয়েল্ডিং কারখানা, প্রেস, ফটোষ্ট্যাট ও কম্পিউটারগুলো। স্থানীয় ব্যবসায়ীরা আরো জানান, বিদ্যুৎ বিভ্রাটের কারনে তারা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কাজ করতে না পারায় আয় কমে যাচ্ছে, আয় কমলেও কিন্তু কর্মচারীদের মজুরী ঠিকই দিতে হচ্ছে।এছাড়া ঘরভাড়া,দৈনন্দিন খরচ মেটাতে গিয়ে তারা হিমসিম খাচ্ছেন। সাধারণ গ্রাহকদের অভিযোগ প্রায়ই সন্ধ্যার দিকে বিদ্যুৎ চলে যায় কারনে, তাদের বাড়তি খরচ করতে হচ্ছে। সন্ধ্যায় বা রাতে হঠাৎ করে লোড সেডিং হবার কারনে তাদেরকে নিয়মিত কেরসিন ও মোমবাতি কিনতে হয় সাথে দিতে হচ্ছে বিদ্যুতের বিলও ! বিদ্যুৎ নান থাকার কারনে পীরগঞ্জে নেটচালু থাকছে না, ফলে অন লাইন যোগযোগ ব্যবস্থাও বাধাগ্রস্ত হচ্ছে। অপর দিকে সাংবাদিকরাও সংবাদ পরিবেশেনে বাধার সন্মুখিন হচ্চেন। ছাত্রছাত্রীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিয়মিত বিদ্যুৎ বিদ্যুৎসরবরাহ নানা থাকায় অনলাইন সংবাদপত্রের কাজ কর্মে ব্যাঘাত ঘটছে। ১৬ নভেম্বর প্রায় সারা দিনেই উপজেলা সদরে বিদ্যুৎ ছিল না! গত শুক্রবার ও শনিবার অবশ্য সারা দিন ঘোষণা দিয়ে বিদ্যুৎ বন্ধ রাখা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com