রাভী আহমেদে।- ধর্ষণ ,ধর্ষণ চেষ্টা যেন থামছেই না।শহরে,বন্দরে, গ্রাম-গঞ্জে মাদকের পাশাপাশি ধর্ষন কর্মের বিস্তার ঘটছে। সমাজের কি ছেলে , কি যুবক, কি বুড়ো অনেকের মধ্যেই যেন কুচিন্তা কাজ করছে। এক শ্রেনীর মানুষ বিবেকহীন হয়ে উঠেছে। তাদের বোধদোয় হচ্ছে না যে, ধর্ষন কর্ম জঘন্য অপরাধ, অমাজনীয় অপরাধ! অন্যান্য এলাকার মত রংপুরের পীরগঞ্জেও ব্যক্তি বিশেষের বিরুদ্ধে ধর্ষন চেষ্টার অভিযোগ উঠছে। এদিকে ৮ অক্টোবর পীরগঞ্জ উপজেলার ১০নং শানের হাট ইউনিয়নে ৬ বছরের একটি ধর্ষন চেষ্টার শিকার হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় অভিযুক্তের নাম মোঃ মমিন মন্ডল (৫৮) পিং মৃতঃ বরিজ উদ্দিন সাং- পার্বতীপুর শানেরহাট থানা-পীরগঞ্জ জেলা-রংপুর । পীরগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশো/০৩) সালের ৯(৪)(খ) ধারায় মামলা হয়েছে। মামলা নং ০৯ তারিখঃ ০৭-১০-২০২০ ।
Leave a Reply