পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- ১৪ জুলাই ২০২০ বিকেল ৪ ঘটিকার সময় উপজেলা পরিষদ হলে নবাগত নির্বাহী অফিসার মোঃ মেজবাউল হোসেন এর সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় স্থানীয় রাজনীতিক, সাংবাদিক, শিক্ষক, সুধী ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ আফতাবুজ্জামান আল ইমরান। আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ পীরগঞ্জ উপজেলা সভাপতি এ্যাড. আজিজুল ইসলাম রাঙ্গা, মেয়র আবু ছালেহ মোঃ তাজিমুল ইসলাম শামিম, বজ্রকথা সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশক সুলতান আহমেদ সোনা, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মিলন, অধ্যাপক নুরুল আমিন রাজা, সাবেক আওয়ামীলীগ সম্পাদক খলিলুর রহমান মন্ডল, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোকছেদ আলী সরকার, পৌর আওয়ামীলীগের সভাপতি হাইফুজ্জামান, সম্পাদক আসিয়ার রহমান মাষ্টার, কাউন্সিলর সাইফুল আজাদ মন্ডল, পবিত্র কুমার বিশ্বাস, শিক্ষক নেতা আবু আজাদ বাবলু, আওয়ামীলীগ নেতা মকবুল হোসেন সরদার আমিরুজ্জামান সুমন প্রমুখ। বক্তাগণ মাষ্টার প্লান এর মাধ্যমে পীরগঞ্জের উন্নয়ন, বিভিন্ন দপ্তরে অনিয়ম দুর্নীতি, গরুচুরি বৃদ্ধি,তথ্য অধিকারকে না মানাসহ না নানা বিষয়ে মত বিনিময় করা হয়।
Leave a Reply