বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জ উপজেলা সদরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হাসান ২টি রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করেছেন।
উপজেলার ক্যাফে অনন্যা ও গুলশান রেস্তোরাঁয় এই জরিমানা করা হয়েছে।
প্রতিষ্ঠান ২টি লাইসেন্স ছাড়া ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করায় বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪ মোতাবেক ১০,০০০ করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়াও একই সাথে স্বাস্থ্য সম্মত পরিবেশে ব্যবসা পরিচালনা করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন সহ বেশ কিছু বিষয়ে ওই দুই রেস্তোরাঁ মালিককে সতর্ক করা হয়েছে।
Leave a Reply