এস এ মন্ডল।- ১৬ অক্টোবার শুক্রবার বেলা ২ ঘটিকার দিকে পীরগঞ্জ বাসষ্ট্যান্ডে একটি ভাংড়ি মাল কেনা কাটার দোকানে হামলা হয়েছে। হামলাকারীরা দোকানের মালিক মোঃ সামছুল হক (৬০) এর স্ত্রী মোছাঃ আম্বিয়া বেগম (৬০) কে মার ডাং করেছে। এ সময় ক্যাশ থেকে মোটা অর্থ লুটে নেয়ার অভিযোগ করা হয়েছে।
প্রকাশ পাবনা জেলার বেড়া এলাকার মৃত খবির উদ্দিনের পুত্র মোঃ সামছুল হক প্রায় ৪০ বছর পূর্বে পীরগঞ্জ উপজেলায় এসে হাড়ি পাতিলের ব্যবসা শুরু করেন। পরে রংপুর-ঢাকা মহাসড়ক সংলগ্ন পীরগঞ্জ বাসষ্ট্যান্ডে জমি কিনে দোকান তুলে ভাংড়ি মালা কেনাকাটার ব্যবসা শুরু করেন। এই ব্যবসায় তাকে সাহায্য করেন তার দ্বিতীয় স্ত্রী আম্বিয়া বেগম (৪৫)। শুক্রবার তাদের ভাংড়ি মালের দোকানে হামলা চালায় ওসমানপুর গ্রামের আজিজার (৫৫) তার পুত্র কালু (৩০) নুর আলম (৩২) রাজ্জাক (২২)।তারা অতর্কিতভাবে হামলা চালিয়ে আম্বিয়া বেগমকে লাঠি দিয়ে মার ডাং করে। আম্বিয়া বেগম অভিযোগ করেন হামলাকারীরা দোকানে থাকা টেবিলের ড্রয়ার থেকে প্রায় ৩ লাখ টাকা বের করে নিয়ে গেছে। যাওয়ার সময় তাকে ভিয়ভিতি দেখায়। বিষয়টি থানায় জানালে ভবিষ্যতে বড় ধরণের বিপদ হবে বলে হুমকি দিয়েছে। ঘটনাটি তারা স্থানীয় পৌর কান্সিলর আলমগীর হোসেনকে জানিয়েছেন এবং রাতে পীরগঞ্জ থানায় এ ব্যাপারে অভিযোগ করেছেন।
Leave a Reply