রংপুর প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ নাজমুল হক নামের এক প্রাইভেট কার চালককে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়। আটককৃত লালমনিরহাটের কুলারঘাট ছড়ারপাড় গ্রামের বাবু মিয়ার ছেলে। সোমবার সকালে পীরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের সহকারী পুলিশ সুপার (মিঠাপুকুর-পীরগঞ্জ সার্কেল) মো. কামরুরজ্জামান। তিনি গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ৮ টার দিকে পীরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় একটি প্রাইভেট কার তল্লাশী করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি জানান, নাজমুল হক পেশায় একজন প্রাইভেটকার চালক। তবে মানুষ পরিবহনের পাশাপাশি দ্রুত বড়লোক হওয়ার জন্য সে বিভিন্ন জায়গায় অবৈধ মাদকদ্রব্য গাজা পরিবহন শুরু করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালানটি লালমনিরহাটের জনৈক এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে গ্রহণ করে বলে জানায়। তাকে এসব পাবনায় ডেলিভারি দিতে বলা হয়েছিলো। তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
Leave a Reply