পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পরমাণু বিজ্ঞানী প্রয়াত. এম এ ওয়াজেদ মিয়া-এর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন অফিসার-সরকার মোহাম্মদ আশরাফুল আলম। এসময় ড. এম এ ওয়াজেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও রংপুর জেলা আওয়ামীলীগের সহসভাপতি একেএম ছায়াদত হোসেন বকুল, রংপুরের সিনিয়র জেলা নির্বাচন অফিসার দেলোয়ার হোসেন, রংপুর সদর উপজেলা নির্বাচন অফিসার রেজাউল করিম, মিঠাপুকুর উপজেলার নির্বাচন অফিসার আব্দুল হান্নান, পীরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার, এমদাদুল হকসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা তার সাথে ছিলেন। শ্রদ্ধা জ্ঞাপনের পর প্রয়াত বিজ্ঞানীর রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয় ।
Leave a Reply