এস এ মন্ডল।- গত ১৮ ডিসেম্বর শনিবার দুপুরে পীরগঞ্জের ফলির বিল বাজারে ভমিহীনদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভমিহীন কল্যাণ সমিতির নেতা বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান ও দেলওয়ার হোসেনসহ সাওতাল সম্প্রদায়ের কিছু মানুষের বিরুদ্ধে বন বিভাগের করা বানোয়াট মামলা প্রতাহারের দাবীতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
“সম্প্রদায়িক সম্প্রীতির মঞ্চ” আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন মঞ্চের সভাপতি এ্যাড কাজী লুমুম্বা লুমু। বক্তব্য রাখেন ভুমিহীন কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক দেওয়ার হোসেন, কমরেড এনামুল হক, আতোয়ার রহমান, কমরেড নুরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা সাহিদুল ইসলাম পিন্টু, কমরেড নজরুল ইসলাম হক্কানী, জাসদ নেতা আব্দুর রাজ্জাক, জাসদ নেতা মীর মোহাম্মদ আলী মানিক, কমরেড শাহীন প্রমুখ। বক্তাগণ তাদের বক্তব্যে পীরগঞ্জ উপজেলার পাটগ্রামের সাওতাল সম্প্রদায়ের লোকজনদেরকে উচ্ছেদ করার চলমান ষড়যন্ত্র বন্ধ করা, মিথ্যা মামলা প্রত্যাহার ও সাওতালদের ভোগদখলীয় সম্পত্তিতে অধিকার প্রতিষ্ঠার দাবী জানান। এর আগে ভুমিহীন কল্যাণ সমিতির সদস্যরা গণসঙ্গীত পরিবেশন ও একটি নাটিকা প্রদর্শন করে।
Leave a Reply