বজ্রকথা প্রতিনিধি।- ১ অক্টোবর/২৪ খ্রি: মঙ্গলবার রংপুরের পীরগঞ্জে বেলা ১১ ঘটিকার সময় বাংলাদেশ সরকারের প্রাণি সম্পদ অধিদপ্তর থেকে বিনামুল্যে পিপিআর (২য় ডোজ) টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
এদিন পীরগঞ্জ পৌরসভার ধনশালা গ্রামে, উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পীরগঞ্জ আয়োজিত পিপিআর (২য় ডোজ) টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হাসান।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ ফজলুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বজ্রকথা সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশক কবি সুলতান আহমেদ সোনা, পীরগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিএনপি নেতা সাইফুল আজাদ মন্ডল।
উপস্থিত ছিলেন প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, বাংলাদেশ প্রেস ক্লাব পীরগঞ্জ শাখার সভাপতি সাংবাদিক আনোয়ার হোসেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও পীরগঞ্জ ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ লুৎফর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাগল পালনকারীগণ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, পীরগঞ্জের ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ মিজানুর রহমান।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হাসান বলেছেন, ছাগল পালনে খরচ কম লাভ বেশি। তিনি বলেছেন, গরু ছাগল পালন করে আজ কাল মানুষ লাভবান হচ্ছে, আপনারাও হাঁস,মুগরী, ছাগল, ভেড়া, পালন করে লাভবান হোন। তিনি সরকারি অফিসে সেবা পেতে সমস্যা হলে,তার সাথে দেখা করার পরামর্শ প্রদান করেন।
প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ ফজলুল করিম তার বক্তব্যে বলেছেন, গরিবের গাভী হচ্ছে ছাগল। তাই তিনি সকলকে উন্নত জাতের ছাগল পালনের পরামর্শ দিয়েছেন এবং বলেছেন, সরকার বিনামুল্যে ছাগলের জন্য পিপিআর টিকাদানের ব্যবস্থা করেছে, এই টিকার জন্য কাউকে একটি পয়সা দেবেন না। তিনি আরো বলেন, সকল কৃষক ও খামারি ভাইদের জন্য আমার অফিস সব সময় খোলা থাকবে।
জানা গেছে পীরগঞ্জে প্রায় একলাখ ৩০ হাজার ছাগলকে বিনামুল্যে পিপিআর রোগের টিকা প্রদান করা হবে।
Leave a Reply