শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

পীরগঞ্জে বিপিডিএ এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ২৫৫ বার পঠিত

বজ্রকথা প্রতিবেদক।- বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশন (বিপিডিএ) এর সম্পর্কে অপপ্রচার, হুমকি, চাঁদা দাবী ও মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রচারের বিরুদ্ধে ২৮ ফেব্রুয়ারী/২১ খ্রি: রবিবার দুপুরে রংপুরের পীরগঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বিপিডিএ এর নির্বাহী পরিষদের চেয়ারম্যান ও বিপিডিএ এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ রাকিবুল ইসলাম তুহিন। লিখিত বক্তব্যে তুহিন বলেছেন, বিপিডিএ একটি পেশাজীবি, জনকল্যাণকর সংগঠন। প্রাথমিক চিকিৎসা পেশায় যারা নিয়োজিত আছেন, তাদের সমন্বয়ে সমাজ কল্যাণ মন্ত্রনালয় রেজিঃ নং-ডি/এ-০৩৩৬২/১৯৯৫, এনজিও ব্যুরো ১৪৪০/১৯৯৯ নিবন্ধিত আইএসিআইবি এর সহযোগী সংগঠন “বিপিডিএ” । আরো বলা হয় এ সংগঠনটি ডাক্তার তৈরী করেনা কিন্ত প্রধানমন্ত্রীর কার্যালয় হতে পরিচালিত উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প এবং বিডা হতে পরিচালিত উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প এবং বিডা হতে রেজিষ্ট্রেশন প্রাপ্ত সফল উদ্যোক্তার সংগঠনের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করে। এ সংগঠনটি সাধারন মানুষের পাশে থেকে সচেতনতা সৃষ্টি ও প্রাথমিক চিকিৎসা সেবা দেয়ার জন্য সরকারী নির্দেশনা মেনে সংগঠনের তহবিল হতে পিপিই, মাস্ক, গ্লাবস, হ্যান্ড স্যানিটাইজার ক্রয় করে বিপিডিএ এর সদস্যদের মধ্যে ফ্রি বিতরণ করে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠির প্রাথমিক চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করে আসছে ।সংবাদ সম্মেলনে রাকিবুল ইসলাম তুহিন অভিযোগ করে বলেছেন, অর্থ আত্মসাত, মাদকাসক্তসহ বিভিন্ন অভিযোগে সংগঠনের সভাপতি রহমাতুল্লা রনিকে সংগঠন থেকে বহিস্কার করায় তার যোগসাজসে এ সংগঠনের ভাবমুর্তি খুন্ন করার চেষ্টা চলছে। তিনি লিখিত বক্তব্যে দাবী করেন, বহিস্কৃত ওই ব্যক্তির সহযোগিরা তার কাছে মোটা অর্থ চাঁদা দাবী করেছেন, জীবন নাশের হুমকি দিয়েছেন। সংবাদ সংন্মেলনে বিপিডিএ এর নির্বাহী পরিষদের চেয়ারম্যান সাংবাদিকদের জানান,চাঁদা প্রদান না করায় আমার সংগঠনের লোকজনের গায়ে হাত তোলা হয়েছে এবং উদ্দেশ্য প্রনোদিত ভাবে বানোয়াট তথ্যের উপর ভিত্তিহীন করে একটি টিভি চ্যানেলে সংবাদ প্রচার করা হয়েছে। তিনি বলেন, এতে আমার সামজিক মর্যাদা ক্ষুন্ন হয়েছে। সেই সাথে তিনি মিথ্যা ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি তার সংগঠন বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশন (বিপিডিএ) এর কর্মকান্ড পরিচালনার ক্ষেত্রে সাংবাদিক ও আইনপ্রযোগকারী সংস্থার সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com