শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

পীরগঞ্জে  ভিডাব্লিউডি’র চাউল আটক:থানায় মামলা

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯১ বার পঠিত

বজ্রকথা প্রতিবেদক ।- রংপুরের পীরগঞ্জ উপজেলার ৪নং কুমদেপুর ইউনিয়নে দুঃস্থ নারীদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দকৃত  ভিডাব্লিউডি এর ৩ হাজার ২’শ ৩০ কেজি চাউল পাচার কালে  আটক করেছে পুলিশ ।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই চাউল আটক করেছে বলে জানা গেছে। এ ব্যাপারে পীরগঞ্জ থানায় একটি মামলা হয়েছে । মামলা নং-১৬/৩৮২।

১১ সেপ্টেম্বর সোমবার  বিকালে পুলিশ ওই চাউল কুমেদপুর ইউপির ৩ ব্যক্তির বাড়ী থেকে উদ্ধার করে বলে জানা যায়। যাদের বাড়ী থেকে চাউল উদ্ধার করা হয় তারা হলেন- রসুলপুর গ্রামের মৃত আমজাদ হোসেনের পুত্র দুলাল হোসেন (৫৫), মরারপাড়া গ্রামের মৃত নবী উদ্দিন মন্ডলের দুই পুত্র, কামরুজ্জামান মন্ডল (৪৫) ও নুরুজ্জামান মন্ডল (৪০)। প্রশ্ন উঠেছে দুঃস্থদের মধ্যে বিতরনের জন্য বরাদ্দদেয়া  সরকারী চাউল  কী ভাবে ওই ব্যক্তিদের বাড়ীতে গেল?

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা শামছুদ্দোহা এর  মুঠো ফোন ০১৭২১-****৫৫  নম্বরে কথা হলে, তিনি বজ্রকথাকে জানান, আমরা কাজের লোক, অফিসে অনেক ঝামেলা, তাই   উদ্বোধন করে দিয়েই অফিসে চলে এসেছি, তাই এ ব্যাপারে আমি আর কিছু বলতে পারছি না।

এ ব্যাপারে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ ফারহানার  মুঠোফোন ০১৭১৮****৩৯ যোগাযোগের চেষ্টা করা হলে, ফোনটি বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এদিকে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানের  মুঠো ফেনে কল দিলে তিনি  রিসিভ না করা তায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

উল্লেখ্য হয়। জব্দকৃত চাউলের বর্তমান বাজার মূল্য- ১লক্ষ, ১৩ হাজার ৫০ টাকা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com