বজ্রকথা প্রতিবেদক।- মাদকের পুরানা তালিকায় গাঁজার নাম রয়েছে। বলা যায় গাঁজা আদি নেশা। হালে নেশার তালিকায় অনেক কিছুর নাম যুক্ত হলেও , গাঁজার কদর কিন্তু এখনো রয়েগেছে। সম্প্রতিক সময়ে পীরগঞ্জে আবার গাঁজার প্রেমে মজেছে এক শ্রেনীর যুবক, রিকসা চালক, শ্রমিক। শুধু তাই নয়, নিম্ন শ্রেনীর মহিলারাও গাঁজার কলকির প্রেমে পড়েছে। পাড়া গাঁয়ে হাট বাজার এলাকায় আবারো গাঁজা সেবনের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে মহিলাদের যুক্ত হওয়ার বিষয়টি উদ্বেগ জনক। এদিকে দৃষ্টি দেয়া দরকার।
Leave a Reply