সুলতান আহমেদ সোনা।-রংপুরের পীরগঞ্জ সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড রামপুর ও ২নং ওয়ার্ড চক করিম এইচ বি বি রাস্তার দুই পাশে সমিতির মাধ্যমে লাগনো ইউক্যালিপটাস গাছ মেয়াদ পুর্তির আগেই কর্তন করার অভিযোগ উঠেছে। সুফল ভোগীদের অভিযোগ থেকে জানা গেছে, ২০০৮ সালে সাবেক চেয়ারম্যান সায়দুর রহমান এর সময় “ রামপুর ও চক করিম আশার আলো সমিতি” এর ১২০ জন সদস্য নিয়ে ঝোরারঘাট মোড় থেকে হল্লাই ব্রিজ পর্যন্ত ৭০০০ গাছ রোপন করা হয়। কিন্তু শেষ পর্যন্ত প্রায় দুই হাজার গাছ রক্ষা পায়। বর্তমানে গাছগুলো মুল্যবান হয়ে উঠেছে। এই সমিতির সাথে চুক্তি মোতাবেক এখন থেকে ৩ বছর পর গাছ কর্তনের কথা থাকলেও সমিতির সাধারণ সম্পাদক নাটের গুরু রেজাউল করিম মিঠু ,ইউপি সদস্য বিপুল , ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ময়না যোগসাজসে টেন্ডার ছাড়াই নাম মাত্র মুল্য দেখিয়ে এই সব গাছ কাটার হুকুম দিয়েছেন। ফলে ওই কর্তাদের মনোনিত কাঠ ব্যবসায়ী ইতোমধ্যে হাজার খানেক গাছ কেটেছে এবং কাঠ সরিয়ে নিয়ে গেছেন। এ নিয়ে সমিতির সদস্যদের মধ্যে তিব্র ক্ষোভ বিরাজ করছে। বিষয়টি দেখা দরকার । (চলবে)
Leave a Reply