আবু তারেক বাঁধন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ জুন) বিকালে উপজেলার ৮ নং দৌলতপুর ইউনিয়নের সাগুনী রাবার ড্যাম এলাকার শালবাগানের ভিতর থেকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শাল গাছের সাথে কাপড় দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা ও ৮নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান কার্তিক চন্দ্র রায় বলেন,স্থানীয়রা মৃত অবস্থায় বৃদ্ধা মহিলার লাশ দেখতে পেয়ে আমাকে ও পুলিশকে খবর দেয়। এ ব্যাপারে পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন, লাশ উদ্ধার করে থানার নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণ পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
Leave a Reply