বজ্রকথা প্রতিনিধি।- আজ ১৪ সেপ্টেম্বর/২৩ খ্রি: বৃহস্পতিবার বিকেলে রংপুরের পীরগঞ্জে, শিল্পপতি সিরাজ নামে পরিচিত বিশিষ্ঠ সমাজ সেবক এবং বাংলাদেশ আওয়ামী লীগ পীরগঞ্জের অন্যতম নেতা সিরাজুল ইসলাম সিরাজ আনুষ্ঠানিকভাবে তার রাজনৈতিক অফিস উদ্বোধন করেছেন।
এদিন বিকেলে পীরগঞ্জের ইসলামী ব্যাংকের বিপরিতে এই অফিস উদ্বোধন করা হয়। কৃষকলীগ পীরগঞ্জ এর ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে দোওয়া শেষে পীরগঞ্জ উপজেলা ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন গ্রাম থেকে আগত বিপুল সংখ্যাক নারী পুরুষদের নিয়ে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়।
রিকসা ভ্যানে চড়ে শোভা যাত্রার নেতৃত্ব দেন শিল্পপতি সিরাজ। এ সময় স্থানীয় এমপি চেয়ে স্লোগান দেয়া হয়। শোভায়াত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শিল্পপতি সিরাজুল ইসলাম সিরাজ বজ্রকথাকে জানিয়েছে, তিনি পীরগঞ্জের মানুষ, তিনি বাংলাদেশ আওয়ামী লীগ এর একজন কর্মী। তিনি ২৪ রংপুর , পীরগঞ্জ – ৬ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন চাইবেন। মাননীয় প্রধানমন্ত্রী পীরগঞ্জের বধুমাতা তাকে সুযোগ দিলে তিনি স্থানীয় ভোটারদের প্রার্থী হয়ে নির্বাচনে লড়ার আগ্রহ প্রকাশ করেছেন।
Leave a Reply