বজ্রকথা প্রতিনিধি।-পীরগঞ্জে বৃহস্পতিবার সকাল ১০ টায় নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে সমবায় বিভাগের দিনব্যাপী ব্যবস্থাপনা বিষয়ক ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রংপুর জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা সমবায় কার্যালয়ের ব্যবস্থাপনায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ভ্রাম্যমান প্রশিক্ষণে মূল প্রবন্ধ পাঠ করেন উপজেলা সমবায় কর্মকর্তা ও সহকারী প্রকল্প পরিচালক সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি (তৃতীয় পর্যায়) সমবায় বিদ মোছা.মাহফুজা বেগম। প্রশিক্ষণ প্রদানে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো.আমিনুল ইসলাম এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাদেকুজ্জামান সরকার।
এছাড়া জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষণ কর্মকর্তা গণ দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ প্রদানে অংশ নেন। কর্মকর্তারা স্ব-স্ব বিভাগের তথ্য সমূহ সমবায় বিভাগের গ্রামকর্মীদের নিকট তুলে ধরেন।
এদিন সমবায় সমিতির-কমিটি, শেয়ার, ক্রেডিট ও ডেবিট, লভ্যাংশ এবং অডিটসহ সমবায় দিবস উদযাপন বিষয়ে ব্যাপক মত বিনিময় করা হয়
Leave a Reply