বজ্রকথা প্রতিবেদক।- ৩ ডিসেম্বর/২২ খ্রিঃ সোমবার দুপুরে পীরগঞ্জ উপজেলা সেটেলমেন্ট অফিসের পক্ষ থেকে সহকারী সেটেলমেন্ট অফিসার আলহাজ্ব মোঃ ফরিদুল ইসলাম সাহেব পোষ্ট রিটায়ারমেন্ট লিভ (পিআরএল) এ যাওয়ায় তাকে বিদয়ী সংবর্ধনা দেয়া হয়েছে। এই বিদায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বজ্রকথা সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশক কবি সুলতান আহমেদ সোনা।
সেটেলমেন্ট অফিসের পেশকার মোঃ আব্দুল হান্নান এর সভাপতিত্বে ও মোঃ শফিউল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মোঃ সাইদুর রহমান, মোঃ রোজবার রহমান, মোঃ আহসান হাবীব,মোছাঃ মিলি খাতুন, মোঃ আব্দুল জলিল, কানু তালুকদার, রব্বেল মিয়া, মোঃ লুৎফর রহমান, বাবু ব্রজগোপাল মহন্ত প্রমুখ।
বক্তাগণ বিদায়ী কর্মকর্তার কর্মদক্ষতা,গুণ,গরিমা,সততা ও নিষ্টার বিষয়ে ব্যাপক আলোচনা করেন। তার অবসরকালীন জীবনে সুখ সমৃদ্ধি কামানা করেন।শেষে বিদয়ী অতিথির হাতে উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
উল্লেখ্য সহকারী সেটেলমেন্ট অফিসার আলহাজ্ব মোঃ ফরিদুল ইসলাম সাহেব চাকুরির পাশাপাশি সাংস্কৃতিক জগতের সাথে সম্পৃক্ত ছিলেন এবং তিনি সমাজ পরিবর্তনের লক্ষ্যে সংস্কৃতির নানা মাধ্যমে কাজ করছেন।
Leave a Reply