বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ী বাজার এলাকায় সহপাঠির সাথে মেলামেশা করতে করতে এক কিশোরী আড়াই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে মর্মে অভিযোগ উঠেছে।এ ব্যাপারে ওই কিশোরীর পিতা বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম ।
জানা গেছে, ভেন্ডাবাড়ী বাজারের বাসিন্দা ও ভেন্ডাবাড়ী ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দম্পতি আশরাফুল ইসলাম ও নুরজাহান বেগমের একমাত্র পুত্র মুরতাসিম ইয়াকিম শিষ (১৭) এর সাথে একই ক্লাশে পড়ালেখা করতো ওই কিশোরী। ২০২৩ সালে তারা দু’জনে এসএসসি পরীক্ষায় পাসও করেছে।একই ক্লাশে পড়ালেখা ও প্রতিবেশী হওয়ার সুবাদে প্রত্যহ দেখা সাক্ষাৎসহ মোবাইল ফোনে কথোপকথন হতো তাদের। স্কুলে পড়াকালীন সময়ে ওই দুজনের নামে দেওয়াল লিখনের ঘটনাও ঘটেছিল বলে জানাগেছে।
সুত্র জানিয়েছে, স্কুলে লেখাপড়া কালিন সময়ে মুরতাসিম ইয়াকিম শিষ (১৭) এর সাথে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
এদিকে ওই কিশোরী এখন অন্তঃসত্ত্বার বিষয়টি নিশ্চিত হয়ে প্রেমিক মুরতাসিম ইয়াকিম শিষকে বিয়ের জন্য চাপ দিলে, গাঢাকা দিয়েছে প্রেমিক শিষ।
সুত্র আরো জানিয়েছে ,অন্তঃসত্ত্বার বিষয়টি শিষের পিতা আশরাফুল ইসলাম ও মাতা নুরজাহান বেগমকে অবগত করা হলে, তারা গর্ভের ভ্রুণ নষ্ট করার জন্য চাপ দিয়ে আসছেন। এতে ওই কিশোরীর অভিভাবক অস্বীকৃতি জানিয়েছে। মেয়ের ভবিষ্যতের কথা ভেবে কিশোরীর পিতা ১৭ই সেপ্টেম্বর রোববার দুপুরে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
Leave a Reply