আবু তারেক বাঁধন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভূমিহীনদের খাসজমিতে প্রবেশাধিকার ও সরকারি ভূমি উদ্ধারের জন্য সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, বৈরচুনা ইউনিয়নের খেকিডাঙ্গী ভূমিহীন সমিতির সদস্য বীর মুক্তিযোদ্ধা সামসুল হক, ঘিডোব ভূমিহীন সমিতির সভাপতি অবিনাশ চন্দ্র, উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আনছারুল ইসলাম প্রমুখ। এ সময় পীরগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি কাজী নুরুল ইসলাম, মোকাদ্দেস হায়াত মিলন, অর্থ বিষয়ক সম্পাদক বুলবুল আহম্মেদ, সদস্য নসরতে খোদা রানাসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ভূমিহীন সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply