পীরগঞ্জ(রংপুর): প্রতিনিধি। রংপুরের পীরগঞ্জে সুদের টাকার জন্য মা ও মেয়েকে লাঠিপেটা করা হয়েছে। গত ২৫ অক্টোবর রোববার শেষ বিকেলে সুদের টাকার আদায়ে ঋণ গ্রহীতার বাড়ীতে গিয়ে তাঁর মা-জুলেখা বেগম এবং বিশ্বিবদ্যালয়ে পড়ুয়া বোনকে (অনার্স ফাইনালের ছাত্রী ) বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক ভাবে আহত করেছে। উপজেলার মিঠিপুর ইউনিয়নের হাসানপুর গ্রামে প্রকাশ্যে দিবালোকে ওই ঘটনা ঘটায় সুদখোর পিতা-পুত্র।
আহতদের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হাসানপুর গ্রামের বক্তার রহমানের পুত্র সুদখোর মহাজন সাজেদুল ও সাজেদুলের পুত্র মানিক মিয়া সুদের টাকা আদায়ে ঘটনার দিন বিকেলে আব্দুর ররহমানের বাড়ীতে হামলা চালায়। এসময় সুদখোর পিতা-পুত্রে ঋণ গ্রহীতার মা জুলেখা বেগমকে নির্দয়ভাবে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হাত ভেঙ্গে দেয় । মাকে বাঁচাতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া কন্যা এগিয়ে এলে তাকেও লাঠিপেটা করলে এক পর্যায়ে লাঠির আঘাতে তাঁর মাথা ফেটে রক্তাক্ত হয়। মারাত্মক আহত অবস্থায় মা ও মেয়েকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় ।
আব্দুর রহমান জানান, তার ছেলে জাহাঙ্গীর আলম মাসে ১৬ হাজার টাকা সুদে ১ লাখ টাকা ঋণ নিয়েছিল। কয়েক মাস সুদ দেয়ার পর আসল টাকা পরিশোধ করা হয়েছে। সুদের ৫ হাজার টাকা বকেয়া ছিলো । সুদের বকেয়া টাকার জন্য সুদখোর বাপ-বেটা আমার বাড়ীতে এসে আমার স্ত্রী ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কন্যাকে প্রকাশ্যে দিবালোকে বাঁশের লাঠি দিয়ে নির্দয়ভাবে পিটিয়ে মারাত্মক আহত করেছে। স্ত্রীর বাম হাত ভেঙ্গে দিয়েছে, আমার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া অবিবাহিতা কন্যার মাথা ফাটিয়ে দিয়েছে। আমি এর বিচার চাই।
এলাকার প্রত্যক্ষ দর্শী লোকজনরা সুদের টাকার জন্য বাড়ীতে গিয়ে নারীদেরকে লাঠিপেটা করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সুদখোর পিতা-পুত্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন। আহত মা-মেয়েকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পীরগঞ্জ থানায় এজাহার দাখিল করা হয়েছে।
Leave a Reply