আবু তারেক বাঁধন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।- বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে আব্দুর রশিদকে। আর সাধারণ সম্পাদক হয়েছেন হাসানুজ্জামান আল (বান্না) ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবু সাঈদ। গত শনিবার ৩ এপ্রিল জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরুজ্জামান নুরু ও সম্পাদক সোহেল রানা এই কমিটির অনুমোদন দেন। আব্দুর রশিদ পীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আগের কমিটির সিনিয়র যুগ্ম আহŸায়ক ছিলেন। হাসানুজ্জামান আল বান্না পীরগঞ্জ উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ছিলেন। সংগঠনটির সভাপতি আব্দুর রশিদ জানান সংগঠনটির কোনো কাউন্সিল এর আগে অনুষ্ঠিত হয়নি পীরগঞ্জ উপজেলায় আহবায়ক কমিটিতে চলতো স্বেচ্ছাসেবক দল। তিনারাই এই প্রথম সেচ্ছাসেবক দল পীরগঞ্জ উপজেলার প্রতিষ্ঠা সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নতুন কমিটিকে জাতীয়তাবাদী দল বিএনপির পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও ঠাকুরগাঁও ৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, পীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুকুমার রায় অভিনন্দন জানিয়েছেন।
Leave a Reply