এস এ মন্ডল।- কারোনা কালে মাস্ক ব্যবহারের উপর বার বার তাগিদ দেওয়া হলেও যখন নানা অজুহাত দেখিয়ে গ্রামের মানুষ মাস্ক পড়তে অনিহা দেখাচ্ছিল, ঠিক তখনই মসজিদে মসজিদে মাস্ক বিতরণে নেমেছন অধ্যাপক রুবেল। তার পক্ষ থেকে কর্মীরা মাস্ক পড়তে উদ্বুদ্ধ করে যাচ্ছে বলে জানান গেছে।
পীরগঞ্জের বিশিষ্ঠ ঠিকাদার, রংপুর জেলার শ্রেষ্ঠ করদাতা ও সরকারি শাহ আব্দুর কলেজের শিক্ষক জাহিদুল ইসলম রুবেল বজ্রকথা-কে জানিয়েছেন, গত ১৬ জুন থেকে মাস্ক, সাবান ও কাফনের কাপড় বিতরণ শুরু হয়েছে। তিনি আরো জানান, এ যাবত ১৩০টি মসজিদে তার পক্ষ থেকে ২৫ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে।
Leave a Reply