রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৯:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

পীরগঞ্জে ৪টি ইউনিয়নের ২৫ হাজার মানুষ পানিবন্দি: বন্যায় তলিয়েছে চাষীদের স্বপ্ন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৯১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।-  রংপুরের পীরগঞ্জে ক’দিনের টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পানিতে বন্যা দেখা দেয়ায় বন্যার পানিতে তলিয়ে গেছে চাষীদের স্বপ্ন। উপজেলার , টুকুরিয়া, বড়আলমপুর ,চতরা ও কাবিলপুর ইউনিয়নে বন্যার প্রকোপ বেশী । এই ৪ ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রায় ১৫ হাজার মানুষসহ উপজেলার ১৫ ইউনিয়নে ২৫ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। কৃষকের জমির ধানসহ অন্যান্য ফসল পানিতে তলিয়ে গেছে। এলাকার পুকুর গুলো বন্যার পানিতে একাকার হওয়ায় লাখ-লাখ টাকার মাছ বেরিয়ে গেছে । ফলে বানের পানিতে তলিয়ে গেছে মৎস্য চাষীদের স্বপ্ন । পাশাপাশি করতোয়ানদী তীরবর্তী গ্রাামের বেশকছিু বাড়ী ভাঙ্গনের কবলে পড়েছে। ভাঙ্গন হুমকিতে আছে মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান।
উপজেলার চতরা ইউপির চেয়ারম্যান এনামুল হক শাহীন বলেন, তার ইউনিয়নের ৮ গ্রামের কমপক্ষে ৬ হাজার মানুষ পানি বন্দি অবস্থায় অতিকষ্টে দিনাতিপাত করছে। বেশ কিছু কাঁচা ঘরবাড়ী অতি বর্ষনের কারনে ভেঙ্গে গেছে। কাজ না থাকায় বেশি দুর্দশায় আছে শ্রমিক ও কর্মজীবী মানুষ । কাবিলপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি জানান, তার ইউনিয়নের ফরিদপুর,গোপালপুর, ঘণশ্যামপুর,জামিরবাড়ি, গাংজোয়ারসহ ৭টি গ্রামের মানুষ পানি বন্দি দিন কাটাচ্ছে । কোন- কোন গ্রামের রাস্তা কোমর পানিতে ডুবে যাওয়ায় খেটে খাওয়া মানুষজন খাদ্য কষ্টে দিন কাটাচ্ছে।টুকুরিয়া ইউপির চেয়ারম্যান আতাউর রহমান মন্ডল বলেন,তাঁর ইউনিয়নে দক্ষিন দুর্গাপুর, সুজার কুঠি, নামাপাড়া, বোয়ালমারী, মেরীপাড়া, হরিনা, আব্দুলেরচর,রামকানুপুর,বিছনা ও জয়ন্তীপুরঘাট পাড়াসহ ১০ গ্রামের প্রায় ৭ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। ইতোমধ্যে ৫ টি বাড়ী ভেঙ্গে করতোয়ার গর্ভে বিলিন হয়েছে । শতাধকি মাটির ঘর-বাড়ী অতিবর্ষার কারনে ভেঙ্গে গেছে। কাজ না থাকায় দিন মজুরদের দুভোর্গ বেড়েছে। করতোয়ানদীর পানি আজও বাড়ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আরও ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে।
গত সোমবার উপজেলা ত্রাণ ও পুণর্বাসন কর্মকর্তা-মিজানুর রহমান চতরা ইউনিয়নের বেশি ক্ষতিগ্রস্থ ৬,৭,ও ৮ নম্বর ওয়ার্ডের কুয়াতপুর, কুমারপুর, নামা ঘাষিপুর, নামা মাটিয়ালপাড়া, চকগোলবাড়ী, গিলাবাড়ী, বড়বদনাপাড়াসহ ৮টি গ্রামের বন্যার দৃশ্য নৌকা যোগে সরেজমিন পরিদর্শন করেন। এ সময় তার সাথে থাকা ইউপি সদস্য নুর মোহাম্মদ গোল্লা ও জিয়াউর রহমান বলেন, চতরা ইউনিয়নের ওই ৩ ওয়ার্ডের সকল রাস্তা পানিতে ডুবে গেছে। ৬ হাজারের অধীক মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। নৌকা ছাড়া তাদের চলাচল করার কোন বাহন নেই । ধানসহ মাঠের অন্যান্য ফসলি জমি এখনও পানির নীচে ।
উপজেলা ত্রাণ ও পুণর্বাসন কর্মকর্তা-মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবার ও পানি বন্দি মানুষের প্রাথমিকভাবে সহায়তার জন্য ইতোমধ্যে ২’শ বান্ডিল ঢেউটিন, ৬ লাখ টাকা, ও ৫০ মে:টন চাউল জরুরী বরাদ্দ চেয়ে জেলা প্রশাসক বরাবরে আবেদন করা হয়েছে। বরাদ্দ আসলেই তা বন্যার্তদের মাঝে বিতরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com