পীরগঞ্জ (রংপুর) বজ্রকথা প্রতিনিধি।- ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে রংপুরের পীরগঞ্জে এই প্রথম উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে সোমবার ৪ দিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।
এদিন প্রধান অতিথি হিসেবে বৃক্ষ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম। এতে রংপুর বন্য প্রাণি ও জীব বৈচিত্র সংরক্ষণ সামাজিক বন কর্মকর্তা স্মৃতি সিংহ রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার তকি ফয়সাল তালুকদার, কৃষি অফিসার সাদেকুজ্জামান, রংপুর রেঞ্জ কর্মকর্তা মোশাররফ হোসেন, মিঠাপুকুর রেঞ্জকর্মকর্তা একেএম রেজাউল ইসলাম, পীরগঞ্জ সামাজিক বনকর্মকর্তা মিঠু তালুকদার প্রমুখ। এর আগে প্রধান অতিথি ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
Leave a Reply