বজ্রকথা প্রতিনিধি।- ৭ তারিখ রাত ২১.১৫ ঘটিকার দিকে পীরগঞ্জ বাসষ্ট্যান্ড থেকে পুলিশ ৪৫০টি নেশা জাতীয় প্যাথেডিন ইনজেকশন উদ্ধার করেছে। জানা গেছে পুলিশ পীরগঞ্জ বাসস্ট্যান্ডে ইউনাইটেড পরিবহনের কাউন্টার এর সামনে থেকে এ সময় মোঃ নূর বাদশা (৩৫) পিতা মোঃ মছির উদ্দিন সাং- গোবিন্দপুর কানি পড়া, মোছা ঃ সুফিয়া বেগম ওরফে চামেলি (২৫) স্বামী মোঃ ইমারুল সাং- গোবিন্দপুর পীরগঞ্জ,রংপুরকে গ্রেফতার করেছে। পীরগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।
Leave a Reply