পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জ উপজেলার প্রত্যন্ত পল্লী হোসেনপুর ফকিরপাড়ার গ্রামীণ সড়কের ৫’শ মিটার জুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ওই সড়কটি। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন ১৫ গ্রামের মানুষ। তারা অবিলম্বে সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন।
জানা গেছে, উপজেলার বড় আলমপুর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের ওই সড়ক দিয়ে ধর্মদাসপুর, হোসেনপুর, ফকিরপাড়া, তাঁতারপুর, মাটিয়ালপাড়াসহ প্রায় ১৫ গ্রামের মানুষজন যাতায়াত করে। সড়কটির আফজালের দোকান হতে হবিবরের বাড়ি পর্যন্ত প্রায় ৫’শ মিটার সড়ক প্রতি বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় খানা-খন্দ আর কাঁদা-মাটিতে ভরপুর ওই সড়ক দিয়ে মোটর সাইকেল, ভ্যান, ইজিবাইক, অটোরিক্সা, সিএনজিসহ কোন প্রকার যানবাহন চলাচল করতে পারে না। আবার কিছু যানবাহন ঝুঁকি নিয়ে চললেও দ্বিগুণ ভাড়া দিতে হয়।
স্থানীয়রা জানান, জলাবদ্ধতা থাকার কারণেই মনছার, জামাল, হবিবার ইজ্জত আলীর বাড়ী জলাবদ্ধতার মধ্যে রয়েছে। তাদের গবাদি পশু বর্তমানে জলাবদ্ধতার মধ্যে রয়েছে।
এব্যাপারে স্থানীয় রজ্জব আলী, মনছুর, জামাল উদ্দিন, ইজ্জত আলীসহ একাধিক ভুক্তভোগী জানান, দীর্ঘদিন ধরে সড়কটির এমন বেহাল দশায় গ্রামবাসীরা চরম ভোগান্তিতে পড়েছেন। গ্রামে কোন যানবাহন চলাচল করতে পারে না। এমনি হেঁটেও যেতে দুর্ভোগে পড়তে হয়।
বড় আলমপুর ইউপি চেয়ারম্যান হাফিজার রহমান জানান, ফকিরপাড়া গ্রামের সড়কটির ইস্টিমেট করে পাঠিয়ে দেওয়া হয়েছে। সরকারি ভাবে বরাদ্দ আসলে সড়কটি পাকাকরণের কাজ শুরু করা হবে।
Leave a Reply