এস এ মন্ডল ।- রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় প্রায় ৩শ সরকারী প্রাথমিক বিদ্যালয় এখন বন্ধ। চলতি বছরের সেই মার্চ মাস থেকে করোনাভাইরাসের কারণে পাঠশালাগুলো বন্ধ হয়ে গেছে। করোনার কারণে শিক্ষকরা দীর্ঘ ছুটি পেয়ে বাড়িতেই অবস্থান করছেন। এর মধ্যে শিক্ষকরা কেউই প্রিয় কর্মস্থল শিক্ষা প্রতিষ্ঠানে যাননি তালা খোলেননি। ফলে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে এখন লম্বা ঘাস। বারান্দায় মাকড়সার জাল, দেয়ালে শেওলা পড়েছে। শুধু তাই নয় স্কুলমাঠ গুলো গরু- ছাগলের নিরাপদ বিচরণ ক্ষেত্র হয়ে উঠেছে। তাইতো পীরগঞ্জ উপজেলা সদরের আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বাগান খাচ্ছে ছাগলে।
Leave a Reply