সুলতান আহমেদ সোনা।- করোনাকালে রংপুরের পীরগঞ্জ উপজেলায় মাদকের বিস্তার ঘটেছে,বানিজ্য সম্প্রসারিত হয়েছে। সম্প্রতিক সময়ের তথ্য বলছে,এই সময়ে উপজেলা সদরসহ ইউনিয়ন পর্যায়ে চোলাই মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল এর ব্যবহার বেড়েছে এবং মাদক ব্যবসার বিস্তার ঘটেছে। অভিযোগ রয়েছে মাদক ব্যবসার আধিপত্য নিয়ে সংঘর্ষেও লিপ্ত হচ্ছে মাদক কারবারিরা। গত মঙ্গলবার মাদক কারবারীদের ক্ষুরের আঘাতে উপজেলার চৈত্রকোল গ্রামের ৫ ব্যক্তি মারাত্মক জখম নিয়ে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। তারা চিকিৎসাধীন রয়েছে। আহতরা হলো- মৃত আবুল হোসেনের পুত্র নুরুল ইসলাম(৫৫) তার দুই ছেলে মঞ্জুর (২২) ও স্বাধীন (১৮) এবং লুৎফর রহমানের পুত্র মোস্তাফিজুর (৩২) এবং সিরাজুল(২৪)। অভিযোগ উঠেছে আইন প্রয়োগকারী সংস্থার সঠিক নজরদারী না থাকায় মাদক কারবার জমে উঠেছে পীরগঞ্জে। এক অনুসন্ধানে জানা গেছে পীরগঞ্জ উপজেলার আদিবাসী গ্রামগুলোতে আবার চোলাই মদ তৈরী হচ্ছে এবং তা কারবারীদের মাধ্যমে পৌছে যাচ্ছে মদখোরদের হাতে। বর্তমান সময়ে বর্ডার বন্ধ থাকলেও বিশেষ ব্যবস্থায় পার হয়ে আসছে গাঁজা ও ফেনসিডিল। আসছে নেশা জাতীয় ইনজেকশন। এসব মাদক দিনাজপুর জেলা সংলগ্ন বর্ডার এলাকা থেকে চতরা টুকুরিয়া,ভেন্ডবাড়ী এলাকা হয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। বলাই বাহুল্য যুব সমাজকে রক্ষা করতে চাইলে,মাদকের অবৈধ ব্যবহার এবং কারবার বন্ধ করতেই হবে।
Leave a Reply