পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ।- রংপুরের পীরগঞ্জে মা-মাটি ও খেলা ঘর আসর কে বাদ্য যন্ত্র প্রদান করেন পীরগঞ্জ উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামিম।
জানা গেছে, পীরগঞ্জ পৌর সভার মেয়র এ এস এম তাজিমুল শামিমের ব্যাক্তিগত তহবিল থেকে পীরগঞ্জ পৌর সভার ২ নং ওয়ার্ড প্রজাপাড়া (পালপাড়া) সামাজিক সংগঠন ”মা-মাটি খেলা ঘর আসর” সঙ্গীত চর্চার সুবিধার্থে বাদ্য যন্ত্র একটি হারমনেয়িম প্রদান করেন।
বিকেলে পৌর আ’লীগের কার্যালয়ে মা-মাটি খেলা ঘর আসরের পরিচালক শ্রী নিতান চন্দ্র সরকারের হাতে আনুষ্ঠানিক ভাবে বাদ্য যন্ত্র হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও উপজেলা আ’লীগের সাবেক সহ সভাপতি আনোয়ারুল ইসলাম মান্নু,
পীরগঞ্জ পৌর আ’লীগের সভাপতি হাইফুজ্জামান ফুল, সাধারন সম্পাদক আসিয়ার রহমান মাস্টার, পৌর কাউন্সিলর গাবুর আলী মন্ডল, পৌর পূজা উদযাপন পরিষদের আহবায়ক শ্রী সুনিল চন্দ্র পাল প্রমুখ।
Leave a Reply