পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে সদ্য সমাপ্ত পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে ইভিএম- পুনঃ গণনা ও শপথ স্থগিত তফশিল ঘোষনার জন্য ১০জন প্রার্থী মাননীয় স্পীকার ও পীরগঞ্জ আসনের এমপি ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার, সচিব নির্বাচন কমিশন, সচিবালয় ঢাকা, বিভাগীয় কমিশনার রংপুর, জেলা প্রশাসক রংপুর, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার সহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন। বিভিন্ন দপ্তরে দেওয়া আবেদনে উল্লেখ করা হয়েছে- গত ২৮ নভেম্বর পীরগঞ্জ বালিকা দাখিল মাদরাসায় ভোট ছিল। কিন্তু উপজেলা নির্বাচন কর্মকর্তার যোগসাজশে উক্ত কেন্দ্রটি পরিবর্তন করে নতুন কেন্দ্র পচাকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহন করা হয়। এতে করে ভোটাররা অবগত নয় এবং ০৩টি রুমে ০৬টি ইভিএম বসিয়ে ০৬টি তে ভোট গ্রহন করার ফলে ভোটাররা বিব্রত অবস্থায় পড়ে। কৌশলে ০৮নং ওয়ার্ডের ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ কালে ০২ ঘন্টার জন্য মেশিন নষ্ট বলে ভোটগ্রহণ করা থেকে বিরত রাখা হয়। ৭,৮ এবং ৯ নং ওয়ার্ডের সাজিয়া ফারিয়া জিসাও অভিযোগ করেন। অনিয়মের অভিযোগ করা হয় ৪ এবং ৫নং ওয়ার্ডে। অভিযোগ ওঠে ৯নং ওয়ার্ডেও আব্দুল করিম সরকারকে ডিজিটাল কায়দায় উট পাখি মার্কাকে পরাজিত করে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারগণদের যোগসাজসে মোটা অংকের অর্থের বিনিময়ে উক্ত ওয়ার্ডের প্রার্থী নুরুল ইসলাম তার প্রতিক ডালিম মার্কার বোটোমে টিপ দিয়ে জোরপূর্বক ভোট গ্রহণ করা হয়েছে মর্মে অভিযোগ উল্লেখ করা হয়। বিভিন্ন দপ্তরে দেওয়া অভিযোগ যারা স্বাক্ষর করেছেন তারা হলেন- শফিকুল ইসলাম, আব্দুল করিম সরকার, আনারুল ইসলাম, গোলজার হোসেন, এছমেতারা শেলী, লোকমান হোসেন, রাজা মিয়া, পারভীন বেগম, ১নং ওয়ার্ডের রাজা মিয়া এবং সানিন মো: রাসুলে করিম রিয়ন। এ ব্যাপারে রংপুর সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার ফরহাদ হোসেন জানান নির্বাচনী ট্রাইবুন্যালে ০৮ই ডিসেম্বর প্রার্থীদের গেজেট ঘোষণা হয়েছে তবে অনিয়ম ও কারচুপির বিষয়ে তারা মামলা করতে পারবেন।
Leave a Reply