বজ্রকথা প্রতিনিধি।- পীরগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের বাসিন্দারা উন্নয়ন কাজে সহযোগিতা করছে না মর্মে অভিযোগ উঠেছে। জনৈক ঠিকাদার অভিযোগ করেছেন, পাকা রাস্তা ও ড্রেন নির্মান কাজের সময় তারা নানা রকম বাধার সন্মুখিন হচ্ছেন। অভিযোগ পাওয়া গেছে এই ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে অনেকেই রাস্তার জায়গা নিজ দখলে রেখেছেন। কেউ বা রাস্তার জায়গা দখল করে বাড়ির প্রাচীর, ঘরের দেওয়াল তৈরী করেছেন। এখন কাজ শরু হয়েছে কিন্তু এই সব ব্যক্তিরা প্রাচীর সরাচ্ছেন না, আবার ঠিকাদারের পক্ষে কারো ঘরের দেওয়াল ভাঙ্গাও সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতে উন্নয়ন কর্ম বাঁধাগ্রস্ত হচ্ছে। অপর দিকে ঠিকাদারের বিরুদ্ধেও অভিযোগ করেছেন প্রজাপাড়ার বাসিন্দারা। গ্রামবাসী জানিয়েছেন প্রায় ২১দিন আগে, ড্রেন নির্মান করা হবে এই কথা বলে তালুকদার মেস এর সামনে রাস্তাকেটে চলেগেছেন সংশ্লিষ্ট ঠিকাদার, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে, ওই পথে চলছে না রিকসা ভ্যান বাই সাইকেল। পথচারীরাও সাচ্ছন্দে চলাচল করতে পারছেন না। এ সব সমস্যা সমাধানে কাউন্সিলারদের কোন ভুমিকাও লক্ষ্য করা যায়নি। সচেতন এলাকাবাসী এদিকে নজর দেয়ার কথা বরছেন। সেই সাথে ম্যাপ দেখে রাস্তা ও ড্রেন নির্মানের দাবী তুলেছেন। তারা আশা করেন, মেয়র মহোদয় এদিকে দৃষ্টি দেবেন, সমস্যার সমাধান করবেন।
Leave a Reply