ষ্টাফ রিপোর্টর।-রংপুরের পীরগঞ্জ উপজেলা সদরের ঢাকা বাসস্ট্যান্ডে টিকিট কাটতে এসে প্রকাশ্যে রনি বেগম নামে এক নারী খুন হয়েছে । ৭ আগস্ট শুক্রবার দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত রনি বেগম (২২) ৯নং পীরগঞ্জ ইউনিয়নের আরিজপুর গ্রামের মৃত আ: ছাত্তার এর ছোট মেয়ে।
জানা গেছে, নিহত রনি বেগম একই গ্রামের ডিপটি মিয়া’র পুত্র শফি মিয়া (৩৫) এর ২য় স্ত্রী ছিলেন। পরে তাদের মধ্যে তালাক হলে নিহত রনি বেগমের অন্যত্র বিয়ে হয়। নিহত রনি তার বর্তমান স্বামীর সাথে ঢাকায় থাকতেন। ঈদের ছুটি শেষে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে পীরগঞ্জ বাসস্ট্যান্ডে টিকিট কাটতে আসলে নিহত রনির সাবেক স্বামী শফি মিয়া মোটর সাইকেলে এসে প্রকাশ্যে শত শত মানুষের সামনে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় রনি বেগম কে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ লাশ মর্গে পাঠিয়েছে ।
Leave a Reply