বজ্রকথা প্রতিনিধি।– রংপুরের পীরগঞ্জ মহিলা কলেজের শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশ বাঙালির হাজার বছরের ঐতিহ্য নবান্ন উৎসব পালন করেছে।
২০ নভেম্বর/২৩খ্রি: মোতাবেক ৫ অগ্রহায়ন সোমবার কলেজ চত্বরে সকাল ১১ ঘটিকার সময় অনুষ্ঠানের সুচনা করা হয় এবং ৩ ঘটিকার সময় আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এদিন অনুষ্ঠানে সভাপতিত্বে করেন,পীরগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ। অনুষ্ঠানে আমিন্ত্রত অতিথি ছিলেন বজ্রকথা সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশক কবি সুলতান আহমেদ সোনা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,সহঅধ্যাপক মোঃ রফিকুল ইসলাম,সহঅধ্যাপক মাহবুবার রহমান, সহঅধ্যাপক আলমগীর মোঃ সাইফুল ইসলাম খুশি, মোঃ আশরাফুল ইসলাম ও মোঃ হারুন অর রশিদ মিঠু।
নবান্ন উৎসব পালন কে কেন্দ্র করে আলোচনা,খির পাকানোর প্রতিযোগীতা, সংগীত ও নাটক পরিবেশন করা হয়।
প্রতিযোগীতা মূলক অনুষ্ঠান গুলোতে বিচালক হিসেবে দায়িত্ব পালন করেন ,সহঅধ্যাপক অর্থ নীতি বিভাগ মাহবুবার রহমান, সহঅধ্যাপক পদার্থ বিদ্যা বিভাগ আলমগীর মোঃ সাইফুল ইসলাম খুশি, সহঅধ্যাপক ব্যবস্থাপনা বিভাগ মোঃ আশরাফুল ইসলাম ও সহঅধ্যাপক সমাজ বিজ্ঞান বিভাগ মোঃ হারুন অর রশিদ মিঠু।
প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান,কবি সুলতান আহমেদ সোনা, সহঅধ্যাপক রফিকুল ইসলাম, মাহবুবার রহমান, মোফাখারুল ইসলাম আজাদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের একাদশ মানবিক বিভাগের শিক্ষার্থী মোছঃ খাতুনে জান্নাত। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সহ অধ্যাপক মিজানুর রহমান ও সহ অধ্যাপক মোফাখারুল ইসলাম আজাদ।
শেষে উপস্থিত শিক্ষার্থী ও অতিথিদেরকে মুড়ি ,ও খেজুর গুড়ের খির দিয়ে আপ্যায়ন করানো হয়।
Leave a Reply