নিজস্ব প্রতিবেদক।- আজ ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার রংপুর জেলার পীরগাছা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী মাঠ পর্যায়ে গর্ভবতী মা ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করছে।
বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে ৭২ পদাতিক ব্রিগেডের সার্বিক ব্যবস্থাপনায় ২৫ বীর সাপোর্ট ব্যাটেলিয়ান পীরগাছা উপজেলায় তিস্তা বাঁধ সংলগ্ন বন্যাদুর্গত গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্য বিষয়ক উপদেশ, চিকিৎসা ও জরুরী ওষুধ সেবা প্রদান করে।
রংপুর সিএমএইচ এর ৩ জন বিশেষজ্ঞ ডাক্তার প্রায় ৩ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেছেন। ক্যাপ্টেন মোঃ ইখতিয়ার এর নেতৃত্বে ২৫ বীর (সাপোর্ট ব্যাটালিয়ন) এর একটি দল অনুষ্ঠানের সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করে।
প্রশিক্ষিত এই বাহিনী জনকল্যাণে যেকোন পরিস্থিতি মোকাবিলা করতে সদা প্রস্তুত।
Leave a Reply