পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- ”নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে” স্লোগান নিয়ে রংপুরের পীরগঞ্জে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পীরগঞ্জ থানা পুলিশের আয়োজনে উপজেলার ১৫ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় একযোগ ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় শিক্ষক, রাজনৈতিক নেত্রবৃন্দ, শিক্ষার্থী, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিটপুলিশিং সমাবেশ উপলক্ষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরেস চন্দ্র। পৌর আ’লীগের সাধারন সম্পাদক আসিয়ার রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর আ’লীগের সভাপতি হাইফুজ্জামান ফুল, পৌর কাউন্সিলর সাইফুল আজাদ, গাবুর আলী মন্ডল, কবিরুল ইসলাম, নারী নেত্রী সাবিনা ইয়াসমীন প্রমুখ।
বক্তারা নারী নির্যাতন প্রতিরোধে প্রশাসনের উপর নির্ভরতা কমিয়ে বিট পুলিশিংয়ের মাধ্যমে সামাজিক ভাবে সকলকে সচেতন হওয়র আহবান জানান।
Leave a Reply