মোঃ আসাদুজ্জামান রিপন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি ।- জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার জীবনপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে হাফিজার রহমান (৩৮) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উক্ত গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এই ব্যাক্তি জীবনপুর গ্রামের অছিম উদ্দিনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্যা পারভিন আক্তার জানান, নিহত হাফিজার মৃগী রোগে আক্রান্ত ছিলেন। দুপুরে বাড়ির পার্শ্বের পুকুরে কয়েকটি গরুকে গোসল করাতে নিয়ে যায়। গরুগুলিকে গোসল করাতে নেমে কখন যে পানিতে ডুবে গেছে তা কেউ বলতে পারে না। পুকুরের পাশের পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় তার প্রতিবেশীর এক ছেলে দেখতে পেয়ে বাড়িতে খবর দেয়। এসময় পরিবারের লোকজন তাকে পুকুর থেকে উদ্ধার করে, হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতিকালে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বিষয়টি পাঁচবিবি থানা পুলিশ নিশ্চিত করেছেন।
Leave a Reply