আব্দুর রাজ্জাক, দিনাজপুর।- দিনাজপুর শহরের ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের অন্তর্গত পূর্ব দপ্তরীপাড়া মহল্লা শাখার বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে শহরের পূর্ব দপ্তরীপাড়া এলাকায় উক্ত মহল্লা আওয়ামী লীগের বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গৌর চন্দ্র শীল এর সভাপতিত্বে বিশেষ কাউন্সিলের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন শহর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনাম উল্লাহ জ্যামী। এছাড়াও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন এর পরিচালনায় আরও বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের নির্বাহী সদস্য জাকির উদ্দিন রেমো, ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহানারা বেগম ফেন্সি প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনে মহল্লার উপস্থিত সকল আওয়ামী লীগ কর্মীদের সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য পূর্ব দপ্তরীপাড়া মহল্লা আওয়ামী লীগ কমিটির সভাপতি নির্বাচিত হোন বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ মুন্সি আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক বিজিবি সদস্য আমিনুর রহমান শিরিকুল।
নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী সোমবারের মধ্যে ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ উপহার দেওয়ার নির্দেশ দেন শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনাম উল্লাহ জ্যামী।
Leave a Reply