বজ্রকথা ডেক্স।- করোনাভাইরাস মহামারী চলমান, তারই মধ্যেই চীনের মঙ্গোলিয়ায় এবার বিউবোনিক প্লেগ শনাক্ত হয়েছে। প্লেগ প্রতিরোধে সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে চীন। প্লেগের প্রাদুর্ভাব ঠেকাতে সেখানকার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। রাজধানী বেইজিংয়ের উত্তর-পশ্চিমাঞ্চলের মঙ্গোলিয়ায় বিউবোনিক প্লেগ শনাক্তের পর নতুন করে উদ্বেগ ছড়িয়েছে সেখানে।জানাগেছে,এ সপ্তাহে বেইজিংয়ের উত্তর-পশ্চিমাঞ্চলের মঙ্গোলিয়ায় বিউবোনিক প্লেগ শনাক্ত হওয়ার পর শহরজুড়ে ৩ মাত্রার প্লেগ প্রতিরোধে সতর্কতা জারি করা হয়। শুধু চীন নয়,বিউবোনিক প্লেগ আতঙ্ক ছড়িয়েছে রাশিয়াতেও। মঙ্গলিয়ার সীমান্তে অবস্থিত রাশিয়ার পূর্ব সাইবেরিয়া অঞ্চলে বুরটিয়ায় ইঁদুর জাতীয় প্রাণি, বিশেষত মারমটদের উপর সেখানকার খাদ্যের মান নিয়ন্ত্রক সংস্থা টেস্ট শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের মারমটদের মাংস না খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা পুরো পরিস্থিতির উপর নজর রাখছে ।
Leave a Reply