শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

ফলোআপঃ পীরগঞ্জের গুর্জিপাড়ায় কফি হাউজে ধর্ষনের ঘটনা  দু’সপ্তাহেও   গ্রেফতার হয়নি কেউ

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৩ বার পঠিত

বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জ উপজেলার গুর্জিপাড়ায়  বিয়াইবাড়ি নামক একটি কফি হাউজে  স্কুল ছাত্রী ধষণের শিকার হলেও ধষক এখনো ধরা ছোঁয়ার বাইরে।

এজন্য পুলিশের ভুমিকা নিয়ে এলাকায় প্রশ্ন উঠেছে। জানা যায়   ফেসবুকে বড়দরগাহ ইউনিয়নের পার্বতিপুর গ্রামের বকুল মিয়ার ছেলে আহসান হাবিব রিয়ন (২৩) এর সঙ্গে পরিচয় হয় পার্শ্ববর্তী বেলবাড়ি গ্রামের বকতিয়ার রহমানের মেয়ে ৯ম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থীর।

অভিযোগ উঠেছে, গত ২১ আগষ্ট সকালে গুর্জিপাড়া ‘বিয়াই বাড়ি’ নামের কফি হাউজে ওই ছাত্রীকে ডেকে নিয়ে দোতলার একটি   কক্ষে  ধষণ করা হয়! এ সময় রিয়নের ৩ সহযোগী   পার্বতিপুর গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে মোঃ মুন্না মিয়া (২৫), চাপাবাড়ি গ্রামের আফজাল হোসেনের ছেলে জিয়ন মিয়া (১৯), তাজ মিয়ার ছেলে মোঃ শুভ মিয়া (১৯) কফি হাউজের আশে পাশে উপস্থিত ছিল।

এদিকে  গত ২৭ আগষ্ট/২৩ খ্রিঃ  ওই ছাত্রীর বাবা  বাদি হয়ে পীরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা করেন যার নং- ৩৮,।

ঘটনার পর ১৫ দিন অতিবাহিত হলেও এ সংবাদ লেখা পর্যন্ত ঘটনার সাথে জড়িত কাউকে  গ্রেফতার করতে পারেনি পুলিশ ।

উল্লেখ্য- স্থানীয় চাপাবাড়ি গ্রামের হবিবর রহমানের ছেলে মতিয়ার রহমান গুর্জিপাড়া কলেজ সংলগ্ন  ‘বিয়াই বাড়ি’ নামের কফি হাউজ প্রতিষ্ঠা করেছেন। সেখানে দোতলায় টাকার বিনিময়ে অনৈতিক কর্মকান্ড চলে মর্মে   এলাকাবসীর অভিযোগ রয়েছে । পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম বলেন, আসামীদের গ্রেফতারের  ব্যাপারে সর্বোচ্চ  প্রচেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com