এস এ মন্ডল।- পীরগঞ্জ বাসষ্ট্যান্ডের সামছুল ভাংড়ির দোকানে গত শুক্রবার ১৬ অক্টোবর আনুমানিক বেলা দেড়টার দিকে হামলা চালিয়ে সামছুল হক এর স্ত্রী আম্বিয়া বেগম (৪৮) কে অমানবিক ভাবে মার ডাং করা ও দোকানের ড্রয়ার থেকে প্রায় ৩ লাখ টাকা লুটে নেয়ার ঘটনায় পীরগঞ্জ থানায় মামলা হয়েছে। মামলা নং-২৯,তারিখ ২৫/১০/২০২০। এই মামলায় ৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। এরা হলো ১। শ্রী সুদর্শন চন্দ্র সুধা (৪০) পিতা মৃত শুভারণ চন্দ্র মহন্ত, ২। মোঃ জুয়েল মিয়া (২৫) পিতা জয়নাল মিয়া, ৩। মোঃ আজিজার রহমান পিতা মৃত অয়েজ উদ্দিন, ৪। মোছাঃ রুজিনা বেগম (২৫), ৫। মোঃ কালু মিয়া (৩৫), ৬। মোঃ নুর আলম (২৭), ৭। মোঃ আব্দুর রাজ্জাক(২৫) সকলের পিতা আজিজার রহমান সর্বসাং ওসমানপুর পীরগঞ্জ ,রংপুর। তাদের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত ভাবে দোকানে অনধিকার প্রবেশ, দোকানের মালামাল ভাংচুর, এলোপাথারী ভাবে মারডাং, ক্যাশবাক্স থেকে ৩ লাখ টাকা বের করে নেয়ার অভিযোগ আনা হয়েছে।
Leave a Reply