শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৩:৫৬ পূর্বাহ্ন

ফিলিস্তিনে ইসরায়েলের বিমান হামলা: রকেট ছুড়ে জবাব দিচ্ছে হামাস

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৭ মে, ২০২১
  • ৮৬ বার পঠিত

ডেক্স রিপোর্ট।- আবার ইসরায়েল, ফিলিস্তিন মুখোমুখি। সংঘাত শুরু হয়েছে, তিব্র হয়ে উঠেছে লড়াই।ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত ৮ম দিনে গড়িয়েছে।গাজায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বৃষ্টির মতো রকেট ছুড়ে পল্টা জবাব দিচ্ছে হামাস। গত ১০ মে থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত গাজা থেকে প্রায় ৩ হাজার রকেট ছোড়া হয়েছে ইসরায়েলের দিকে । এই সংখ্যাটি ২০১৯ সালে হামাসের সঙ্গে সংঘর্ষ ও ২০০৬ সালে হেজবুল্লাহ’র সঙ্গে ইসরায়েলের যুদ্ধের চেয়েও বেশি বলে জানা গেছে। এ তথ্য এএফপি,র। এ লড়াইয়ে এখন পর্যন্তু ইসরায়েলের হামলায় ১৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে অনেক শিশুও রয়েছে। আর হামাসের হামলায় মারা গেছেন ১০ ইসরায়েলি। শুধু রবিবারই ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ৩৩ জন ফিলিস্তিনি। এদিকে পরিস্থিতি যাই হোক লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বলেছেন, ‘যতক্ষণ পর্যন্ত না ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত হবে ততক্ষণ পর্যন্ত হামাসের ওপর হামলা চলতে থাকবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com