বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪:২১ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে ইউনিয়ন ভূমি কর্মকর্তার অতিরিক্ত করা আদায়ে মানববন্ধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৫১৮ বার পঠিত
মোঃ আশরাফুল আলম, দিনাজপুর (ফুলবাড়ী) প্রতিনিধি।-  দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতদিঘী  ইউপির ইউনিয়ন ভূমি  সহকারী  কর্মকর্তা আব্দুল সাদেক ৮৬ টাকার ভূমি কর ৩ হাজার টাকা আদায় করায় স্থানীয় জনগণ ভূমি কর্মকর্তার বিরুদ্ধে মানব বন্ধন ও  প্রতিবাদ সভা  করেন।

৪ অক্টোবর, রবিবার বিকাল সাড়ে ৫টায় ফুলবাড়ী উপজেলার  বেতদিঘী ইউপির ইউনিয়ন ভূমি  সহকারী  কর্মকর্তা আব্দুল সাদেক এর বিরুদ্ধে স্থানীয় জনগণ অতিরিক্ত ভূমি  কর আদায় করার প্রতিবাদে তার বিরুদ্ধে ইউনিয়ন ভূমি অফিস চত্ত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন।মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মাদিলাহাট বঙ্গবন্ধু  স্মৃতি  সংঘের মো. আব্দুস সামাদ।

তিনি বলেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল সাদেক যোগদান করার পর তিনি অনিয়ম দুর্নীতি করে সাধারণ মানুষকে হয়রাণি করছেন।

তিনি এলাকার মানুষকে বোকা ভেবে অতিরিক্তি  ভূমি  কর আদায় করছেন, বেতদিঘী  ইউপির চৌরাইট গ্রামের মো. রেজাউল আলমের  কাছ থেকে ৮৬ টাকার ভূমি উন্নয়ন কর এর  রসিদ দিয়ে ৩ হাজার টাকা আদায়  করেন। যার রসিদ নম্বর অ ১৩২০৩৮ তারিখ- ১৫২/০৯/২০২০ ইং।

সৈয়দপুর গ্রামের  নুরুল ইসলাম  ৭৪ টাকার  ভূমি  করের  রসিদ  দিয়ে  তার নিকট থেকে ৩ হাজার ৫শত টাকা আদায়  করেন। যাহার নম্বর- ত৬৩৩৮৯৩ তারিখ- ২৩/০৮/২০২০ ইং।

সৈয়দপুর গ্রামের রহিমুল্লা মন্ডলের নিকট ভূমি উন্নয়ন কর ১৪১ টাকার রসিদ  দিয়ে  তার নিকট  থেকে ৩২৫০ টাকা গ্রহণ করেন। যাহার  রসিদ নং  ত৬৩৩৮৯৪ তারিখ- ২৩/০৮/২০২০ ইং। এভাবে এলাকার মানুষকে ভূমি  উন্নয়ন কর সঠিকভাবে নিলেও মোট অংকের উৎকোচ গ্রহণ করছেন। এরই কারণে আজ আমরা বাধ্য  হয়ে তার বিরুদ্ধে এই  মানববন্ধন করছি।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু  স্মৃতিসংঘের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সম্পাদক ডা. রেজাউল করিম, সাংস্কৃতিক সম্পাদক মো. শাহিন আলম,  মো. বাবুল  হোসেন,  মো. হাছেদ আলী, মো. নাহিদ হাসান।

বক্তারা বলেন অবিলম্বে  ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল সাদেকের অনিয়ম দুর্নীতি  তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তাকে বদলীর দাবি জানান। অন্যথায়  আন্দোলন অব্যাহত  থাকবে।

এ বিষয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল সাদেক এর সাথে গতকাল মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, সম্পূর্ণ ঘটনা মিথ্যা।  আমি ষড়যন্ত্রের শিকার।  অতিরিক্ত ভূমি কর নেওয়ার কোন প্রশ্নই  আসেনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com