দিনাজপুর (ফুলবাড়ী)থেকে মোঃ আশরাফুল আলম।- দিনাজপুরের ফুলবাড়িতে এসটি বাংলা টিভির দ্বিতীয় বর্ষ উদযাপন করা হয়েছে।
গতকাল সন্ধ্যায় ফুলবাড়ী থানা প্রেসক্লাব কার্যালয়ে, ফুলবাড়ি থানা প্রেসক্লাবের সহ সভাপতি এসটি বাংলা টিভির ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি আশরাফুল আলমের আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।শুরুতে কেক কেটে দ্বিতীয় বর্ষ উদযাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক আফজাল হোসেন, উপদেষ্টা সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আল আমিন বিন আমজাদ, থাউজেন্ড ডেইস ডট লাইফ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড এর ন্যাসনাল ডাইরেক্ট অব ডেভেলপমেন্ট মোহাম্মদ রনী চৌধুরী,
অবসর প্রাপ্ত ইয়ার ফোর্স ও বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের পরিচালক ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম বাবু, মোঃ মহব্বত সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়। আলোচনা সভায় বক্তারা এসটি বাংলা টিভির উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান।
Leave a Reply